প্রতিষ্ঠানের ইতিহাস

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মজমেরহাট বাজারে মরহুম মাওলানা আব্দুস সালাম হুজুরের হাত ধরেই মূলত ১৯৬২ সালে মজমেরহাট ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।তিনি ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা থেকে শিক্ষা সমাপ্ত করে পীর মরহুম আবু জাফর ছালেহ রহঃ এর দোয়া ও এযাযত নিয়ে দেউলা ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি বর্গের সাথে পরামর্শ করে ০১/০১ /১৯৬২ সালে প্রাথমিক স্তর মক্তব আকারে শুরু করেন।

  মরহুম আলহাজ্ব ফজু দালাল, মৌলভী আব্দুর রশিদ, আহমদ উল্লাহ, খলিলুর রহমান শিউলী , ছিটু ভূইয়া, এবং মজম বাড়ির কান্চন মজম, আব্দুল কাদের মজম, হাবিবুর রহমান মজম, আব্দুল মজিদ মজম, আব্দুল হামিদ মাল, হাজী মোহাম্মদ হোসেন হাওলাদার, আব্দুল খালেক হাওলাদার, অজিউল্লাহ মাল সহ স্থানী

বিস্তারিত
শিক্ষক মন্ডলী